তাবলীগ জামায়াতের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে রাজধানীর ভাটারায় আল মাদরাসাতুল মঈনুল ইসলামের নিয়ন্ত্রণ নিয়ে । এ সময় বেশ কয়েকজন আহত হন। মঙ্গলবার রাতে তাবলীগ জামায়াতের বিবাদমান সাদ ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন চৌধুরী জানান, মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছর মাদ্রাসাটির দখল, পাল্টা দখল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে ঝামেলা চলে আসছিল। সর্বশেষ মাদ্রাসার নিয়ন্ত্রণ ছিল জুবায়েরপন্থীদের কাছে।

তারা জানান, মঙ্গলবার রাত ৮টার পর সাদপন্থী শতাধিক ব্যক্তি মাদ্রাসাটির নিয়ন্ত্রণ নিতে যায়।

তখন সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাইরে থেকে মাদ্রাসার ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। অপরপক্ষ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তা প্রতিরোধ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031