ঢাকা : পুলিশ ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ ৫০জনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), ইসমাইল মন্ডলের ছেলে নায়েব আলী (৪৫), রিয়াজ উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৫৫), গোবিন্দনাথপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে ওলিয়ার রহমান (৩৫), কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও ওই গ্রামের নইমুদ্দীন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৫৫), হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের মুনছুর আলী শেখের ছেলে মতিয়ার রহমান (৬০), কোটচাঁদপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জুলফিকার আলী ভুট্ট (৩৫), কলেজ স্ট্যান্ড পাড়ার সলেমান মন্ডলের ছেলে আব্দুল বারী (৪৭), বাদশা মিয়ার ছেলে আবুল বাশার (২৫), দয়ারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৬), আমির হোসেনের ছেলে মনির হোসেন টুটুল (৩২), মহেশপুর উপজেলার পাতবিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদুর রহমান (৩৪) ও সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে সাফায়েত হোসেন (২৮) সহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী।
এছাড়া, অন্যান্য মামলায় ওয়ারেন্টভুক্ত আরও ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।