ঢাকা : শেখ জামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তর বারিধারার বিপক্ষে দারুণ জয় পেয়েছে শেখ জামাল। বৃহস্পতিবার বারিধারাকে ৫-৩ গোলে হারিয়েছে ।

এদিন ম্যাচের ১৯ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন ফরোয়ার্ড এনামুল হক। মো. লিংকনের অ্যাসিস্টে প্রতিপক্ষের জালে বল জড়ান এই শেখ জামাল তারকা।

২৫ মিনিটে উত্তর বারিধারাকে সমতায় ফেরান ফরোয়ার্ড টিয়েগো কলিন্স। কর্নার থেকে কলিন্সের করা কিক থেকে অসাধারণ শটে গোল করেন এই ফিরিয়ে আনেন কেনিয়ান। তবে গোলের আনন্দটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বারিধারা। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোর পাল্টা আক্রমণে ২-১ গোলে এগিয়ে যায় জামাল। তার দুই মিনিট পর আরেকটি গোল করেন রাকিব সরকার। ৫২ মিনিটে জামালের হয়ে চতুর্থ গোলটি করেন শিহাব।

চার গোল খেয়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে পড়ে বারিধারা। সেই সুবাদে ৬৫ মিনিটে মিডফিল্ডার কলিন্সের পাস থেকে গোল করেন সেন্টু চন্দ্র সেন। যেটি সান্ত্বনাসূচক গোল ছাড়া আর কিছুই নয়।

৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলকে পঞ্চম গোলটি উপহার দেন শিহাব। তবে রেফারির বাঁশি বাজার শেষ মুহূর্তে তৃতীয়বারের মতো জামালের জালে বল পাঠান বারিধারা মিডফিল্ডার মনির আলম।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031