১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ জয়পুরহাট শহরের হাজীপাড়া এলাকায় । জানা যায়, রোববার দুপুরের ওই শিশু কন্যাকে ফুসলিয়ে ফারুক তার বাড়ীর পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফারুক পালিয়ে যায়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় রোববার রাতে শিশুটির নানী বাদী হয়ে মামলা দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, এ ব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ফারুক হেসেনকে গ্রেপ্তার করা হয়েছে।