চট্টগ্রাম : ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত পণ্য বহন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- এলাকায় ১৩ ট্রাক ও কাভার্ডভ্যানের মালিককে জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২ হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন। অভিযানে ১৩ ট্রাক ও কাভার্ডভ্যান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৩১ টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
অভিযানকালে ৫৭ টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করে দেখা যায় ৫৪ টি গাড়ি অনুমোদিত ওজনের তুলনায় ৪ থেকে ১৬ টন পর্যন্ত অতিরিক্ত পণ্য পরিবহন করছে। এসময় একটি ট্রাকে ৩০ টন ধারণ ক্ষমতা হলেও ৪৬ টন মালামাল বহন করায় অতিরিক্ত ১৬ টন নামিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ভবিষ্যতের জন্য সতর্ক করে গন্তব্যে যাওয়ার অনুমতি দেয়া হয়।