স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনা মহামারির মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিষয়ে বলা হয়, পূজা মণ্ডপে প্রবেশের সময় করোনার প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করতে হবে। পূজা মণ্ডপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতাদেরকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা মোকাবিলায় মোবাইল ডিউটিতে থাকবে। প্রতিমা বিসর্জনের সময় কোনো শোভাযাত্রা করা যাবে না।
এছাড়া আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক পেট্রোলিং অব্যাহত রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে পূজার বিভিন্ন অনুষ্ঠানে যতটা সম্ভব মানুষের ভিড় সীমিত রাখতে হবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ এর সেবা নিতে পারবেন পূজা উদযাপন কমিটি।
আলোচনা সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।