ঢাকা : মমতা দাবি করেন তিনি নির্দোষ।স্বামী ভিকির সঙ্গে মাদক ব্যবসা করছেন মমতা কুলকার্ণি। সম্প্রতি এমন অভিযোগ ওঠে। এ নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি।

মমতার অভিযোগ, পুলিশের কিছু অফিসার তাকে সামনে রেখে নিজেদের প্রচার করে যাচ্ছে৷ এই কারণেই নাম বারবার ড্রাগ ব়্যাকেটের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে৷

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজের ও ভিকির সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফিরে যান অতীতের কথায়৷ বলেন, বলিউডে আসার কোনও রকম ইচ্ছা ছিল না তার৷ মায়ের বলিউডের স্বপ্ন পূরণ করতে গিয়েই এই পেশায় আসেন তিনি৷ নয়ের দশকে মায়ের মৃত্যুর পর আর শো বিজনেসে থাকার কোনও কারণ তিনি খুঁজে পাননি৷ ডিপ্রেশনে ভুগছিলেন নায়িকা৷ সেই সময় ভিকি তার জীবনে আসে৷ ভালবাসার টানে দেশ ছেড়েছিলেন৷ কিন্তু, আজ আর সেই সম্পর্ক নেই বলে দাবি মমতার৷ একই বাড়িতে নাকি তাঁরা অপরিচিতর মতো থাকেন৷

মাদক চক্রের সঙ্গে তার নাম জড়ানো প্রসঙ্গে মমতার বক্তব্য, তার কাছে  দুই হাজার কোটি টাকা থাকলে নাইরোবিতে ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে থাকতেন না৷ তার বোনকেও এভাবে মুম্বাইয়ের মীরা রোডে সাধারণ ঘরে পড়ে থাকতে হত না৷ তার কাছে এখন সাকুল্যে ২৫ লক্ষ টাকা ডিপোজিট হিসেবে রয়েছে৷ তাতেই দিন গুজরান হয়৷

প্রাক্তন বলিউড অভিনেত্রীর কথায়, ১৯৯৫ সাল থেকে এখনও পর্যন্ত তপস্যায় রত তিনি৷ এক যোগিনীর জীবন অতিবাহিত করছেন৷ আধ্যাত্মিক মুক্তিই তার জীবনের একমাত্র লক্ষ্য৷ এই জীবনে গোপনীয়তার কিছু নেই৷

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031