ঢাকা : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কিভাবে যুক্তরাষ্ট্রের উন্নতি ঘটবে সেই সম্পর্কে কোন ধারণাই নেই। ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি আরও বলেন, হিলারি এবং ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বীতার ফলে জনগণ আসলে আশা এবং ভয়ের মধ্যে একটিকে বেছে নেয়ার সুযোগ পাবে। এছাড়া ট্রাম্প সম্পর্কে বলতে গিয়ে তিনি তার নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ টেনে আনেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাইডেন ছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমরা হিলারিকে জয়ী করব।’
ওবামা তার ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন তিনি।
গত মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তার দল ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে দেশটির ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন হিলারি।