চট্টগ্রাম : বিএনপি দলীয় সাবেক এমপি আনোয়ারুল আজিমসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। কুমিল্লার লাকসামে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহতদের মধ্যে লাকসাম থানার ওসিসহ তিন পুলিশ রয়েছেন।
এ সময় বিএনপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুরসহ সাবেক এমপির গাড়ি, ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। বুধবার বিকালে উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তারেক রহমানের সাত বছরের জেল ও লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু গুমের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন দেয়া হয় কয়েকটিতে। পরে বিএনপি কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুপক্ষে সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি সাবেক এমপি আনোয়ারুল আজিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ রায়হানসহ উভয়পক্ষের ৩০ জনের মতো আহত হন। হামলায় ইটপাটকেলের আঘাতে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরীসহ তিন পুলিশ সদস্যও আহত হন।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) ইমতিয়াজ মাহবুব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।