ঢাকা : তালিকায় এখন নবতম সংযোজন সানি লিওন। বলিউডের বায়োপিক ম্যানিয়ার যোগ হতে চলেছে আরও এক নতুন নাম। শোনা যাচ্ছে, ‘তেরে বিন লাদেন’ ছবি-খ্যাত পরিচালক অভিষেক বর্মার পরিচালনায় তৈরি হবে এই ছবি।
সিনেমায় বোল্ড চরিত্রে অভিনয় করে পর্দা কাঁপাতে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু, বায়োপিকে তার চরিত্রে অভিনয় করবেন কোন নায়িকা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলি-পাড়ার অন্দরে।
জানা গেছে, সেই ছবির লিডিং রোলে নাকি দেখা যাবে সানিকেই। চমকের এখানেই শেষ নয়। শুধু সানি নয়, তার রিয়েল লাইফ পার্টনার ড্যানিয়েল ওয়েবারকে রিল লাইফেও তাঁর হাজব্যান্ডের ভূমিকায় দেখা যাবে।
পর্ন দুনিয়া থেকে তার বলি-জার্নি পুরোটাই তুলে ধরা হবে এই ছবিতে। পাশাপাশি থাকবে সানি আর ড্যানিয়েলের লভ স্টোরিও। কবে পর্দায় রিয়্যাল চরিত্রে দেখা যাবে সানিকে? নাহ! তা এখনও জানা যায়নি।