সৌদি আরব প্রবাসীরা টিকিটের জন্য আজও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর কাওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে। সকাল থেকেই তারা বিক্ষোভ শুরু করেন।
ভিসার মেয়াদ কমে আসায় সৌদি আরব যাওয়া নিয়ে অনিশ্চয়তা দানা বেঁধেছে প্রবাসীদের মধ্যে। ফলে টোকেন আর টিকেটের জন্য গত কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু কোন আশ্বাস পাচ্ছেন না। এই অবস্থায় প্রধান সড়কে নেমে আসে তারা।
বাংলাদেশ বিমান ও অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসসহ মতিঝিল ও কাওরান বাজারের রাস্তা বন্ধ করে দেয়। গতকালও সকাল থেকে দিনভর কাওরান বাজারের রাস্তা বন্ধ করে রাখে টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসীরা
এদিেেক আজ সাউদিয়া এয়ারলাইনস ২৩শ থেকে ২৭শ সিরিয়ালের টোকেন যাদের আছে তাদের টিকেট পাওয়ার কথা রয়েছে।