নোয়াখালী :এক জন নিহত জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের গুলিতে মাসুদ নামে যুবলীগের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের আরও সাতজন। বুধবার বিকাল তিনটার দিকে হাজীপুর ২নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মাসুদ ওই ওয়ার্ডের রহিম উদ্দিন হাজী বাড়ির তাজুল ইসলামের ছেলে। আহতদের নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বিকালে যুবলীগের সম্রাট ও সুমন গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকজন গুলি ছুড়তে থাকে। এতে সুমন গ্রুপের সদস্য ও যুবলীগ কর্মী মাসুদসহ দুইজন গুলিবিদ্ধ হন। এছাড়া দুপক্ষের আরও পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।