সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এমসি কলেজের ছাত্রাবাস এলাকায় গণধর্ষণের ঘটনায় সিলেটে পুলিশ কমিশনার কার্যালয় অভিযুখে পদযাত্রা করেছেন । পরে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে ঘটনাকারী ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আব্দুল আলীম শাহ জানিয়েছেন- এমসি কলেজের ক্যাম্পাসে গৃহবধু ধর্ষনের প্রতিবাদে দুপুরে নগর ভবন থেকে পদযাত্রা শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা। এ সময় তারা উপশহরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার কাছে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।