ঢাকা : জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা নেশা, নেশার ছোবলে কাজ-কর্ম সব শিকেয় তুলেছেন বলিউডের এসময়ের অন্যতম। এই নেশাই নাকি প্রায় শেষ করে দিল আনুশকাকে। হঠাৎই এক ‘ভয়ানক’ নেশার কবলে পড়েছেন এই বলিউড নায়িকা। এমনকী এই অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে অসুস্থও হয়ে পড়তে পারেন। অন্তত এমনটাই আশঙ্কা তার পরিজনের।
কিন্তু কী সেই নেশা? মাদক? না! সরল অর্থে মাদক নয়। তবে এ নেশা মাদকের চেয়েও কিছু কম নয় বলেই মনে করছে বি-টাউনের একটা বড় অংশ।
এ হল ‘পোকেমন’-এর নেশা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। আপাতত পোকেমনের কবলে আনুশকা। এই মোবাইল গেমই নাকি এখন সম্পূর্ণ গ্রাস করেছে তাকে। ‘পোকেমন গো’ ম্যানিয়ার জন্য শুটিংয়েও নাকি মন বসছে না তার! ইনস্টাগ্রামে নিজের সেই ভিডিও পোস্টও করেছেন।