ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন । এতে কর্মসংস্থান বাড়বে, দারিদ্র্য বিমোচন হবে এবং অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ১০০টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলব। যেখানে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র্য বিমোচন হবে, দেশের অর্থনীতি আরও মজবুত হবে।’
শেখ হাসিনা বলেন, ‘যে অঞ্চলে যে ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি, সে অঞ্চলে সেই ধরনের শিল্প যাতে গড়ে ওঠে। যেমন—কৃষি প্রক্রিয়াজাত অথবা খাদ্য প্রক্রিয়াজাত। যেখানে যে ধরনের পণ্যটা আসবে, সেগুলো লক্ষ্য রেখেও কিন্তু আমাদের শিল্প উৎপাদনের দিকে দৃষ্টি দিতে হবে। কাজেই এখানে দেশি-বিদেশি উভয় প্রকারের বিনিয়োগকারীরা যাতে এসে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিনিয়োগ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার জন্যই এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা নির্মাণ করতে যাচ্ছি।’