ঢাকা : মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। আজ সকাল ১০টা ২০ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের পাকুক্কু এলাকায়।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠের ৯৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে।