ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সনদ জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বলে জানিয়েছেন । শিক্ষার্থীরা ক্ষতিপূরণ চাইলে সরকার তাদের সহযোগিতা করবে বলেও জানান মন্ত্রী।
আজ বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে আমরা দারুল ইহসান বন্ধ করে দিয়েছি। এজন্য যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে সে কমপক্ষে পাঁচ লাখ টাকা দাবি করতে পারবে।’
মালিকানা সংকট, অনিয়ম-দুর্নীতি ও ‘সনদ বাণিজ্যের’ অভিযোগে মঙ্গলবার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এছাড়া হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করেছে।