দুর্নীতি দমন কমিশন- দুদক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। আজ বুধবার সংস্থাটির উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ঢাকা সমন্বিত কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহেদ ছাড়া অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. সফিউর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম। তবে এ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ডা. আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।
এর আগে রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।