সৌদি প্রবাসীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে তারা বিক্ষোভ করেন।
জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে প্রবাসী কল্যাণ ভবনের বাইরে অবস্থান করছেন প্রবাসীরা। ভবনের ভেতরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যে ৫ সদস্যের প্রতিনিধি দল প্রস্তুত করে রেখেছেন প্রবাসীরা। ভেতর থেকে ডাক আসলেই কথা বলতে যাবেন তারা।
এর আগে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় গতকালের পর আজ সকালেও কাওরান বাজারে বিক্ষোভ করেন প্রবাসীরা।