ঢাকা : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন বড় দল থেকে নারী প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেন। জীবনসঙ্গীর এমন সাফল্যে যারপরনাই খুশি হিলারীর স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।ডেমোক্র্যাক দলের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করে ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন।
হিলারির চূড়ান্ত মনোনয়নের পর দেয়া এক ভাষণে ক্লিনটন বলেন, “হিলারি একজন ‘চেঞ্জ মেকার’। আমার দেখা সবচেয়ে ভালো চেঞ্জ মেকার।”
এতো গেলো সম্ভাবনাময় মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে সাবেক প্রেসিডেন্টের মন্তব্য। নিজের স্ত্রী হিলারি সম্পর্কেও উচ্ছসিত প্রশংসা করেলেন তিনি। ফিলাডেলফিয়াতে শুরু হওয়া ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে বিল ক্লিনটনের বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল তাদের পারিবারিক জীবনের গল্প।
মিস্টার ক্লিনটন জানালেন, ভালোবেসে প্রিয় বান্ধবী হিলারিকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর থেকেই দেখে এসেছেন জনগণের জন্য কাজ করতে কতোটা মরিয়া হিলারি।
ভিডিও বার্তায় বিল ক্লিনটন বলেন, হিলারির মনোনয়নের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে চলে আসা এক পুরোনো প্রথাকে ভাঙলাম। আজ সকালে ঘুম থেকে উঠে যে ছোট মেয়েটি জানবে হিলারি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে তাকে বলতে চাই, প্রথম হিলারি তবে আগামী দিন দেশের প্রেসিডেন্ট হবে তুমি।
১৯৭১ সালে ইয়েল ল’ স্কুলে পড়ার সময় হিলারির সঙ্গে পরিচয় হয় বিল ক্লিনটনের।
বিল ক্লিনটন বলেন, ‘আমার প্রিয় বান্ধবী বিয়ে করেছি। তখন থেকেই আমরা একসঙ্গে পথ চলছি, কথা বলছি এবং হাসছি।’
(ঢাকাটাইমস/২৭জুলাই/জেএস)