ইয়াবা পাচার করতে গিয়ে র‌্যাবের হাতে স্বামী-স্ত্রী আটক হয়েছেন কুমিল্লায় । সোমবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জব্দ করা হয় এক হাজার ৯৫৫ পিস ইয়াবা।

আটকরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উজানী জোড়া গ্রামের শাহজাহান (৫০) এবং তার স্ত্রী রুমা (৩৯)। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের স্বামী-স্ত্রীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031