চট্টগ্র্রাম : গতগত রোববার থেকে শুরু হওয়া অভিযানে গত দুই দিনে ১৬৫০টি অটোরিক্সাকে মামলা ও প্রায় ৮০ টি অটোরিক্সা আটক করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার(ট্রাফিক) মাসুদ-উল- হাসান জানান,ঘোষণা দেওয় হয়েছিল ২৪ জুলাই থেকে নগরীতে অনিবন্ধিত ও মিটার বিহীন ও মিটারে কোন প্রকার ত্রুটি রেখে অটোরিক্সা চলতে দেওয়া হবে না। রোববার থেকে শুরু হওয়া অভিযানে গত দুই দিনে ১৬৫০টি অটোরিক্সাকে মামলা ও প্রায় ৮০ টি অটোরিক্সা আটক করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার(ট্রাফিক) মাসুদ-উল- হাসান জানান,ঘোষণা দেওয় হয়েছিল ২৪ জুলাই থেকে নগরীতে অনিবন্ধিত ও মিটার বিহীন ও মিটারে কোন প্রকার ত্রুটি রেখে অটোরিক্সা চলতে দেওয়া হবে না। নগরীতে তৃতীয দিনের মত অনিবন্ধিত ও মিটার বিহীন সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ।

তিনি আরো বলেন, ২৪ জুলাই রোববার থেকে নগরীর ৭০টির বেশী ট্রাফিক পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রোববার ৯০০ অটোরিক্সাকে জরিমানা ও ৪৮টি অটোরিক্সা আটক করা হয়েছে এবং সোমবার ৭৫০টি গাড়িকে জরিমানা ও ৩০টি অটোরিক্সা আটক করা হয়েছে।

তিনি আরো জানান,এই অভিযান অব্যহত থাকবে, মামলা ও আটক করা ছাড়াও ক্ষেত্র বিশেষে অটোরিক্সাকে সর্বনিম্ব ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত অর্থ দন্ড দেওয়া হচ্ছে।

মঙ্গলবার(২৬ জুলাই) সকাল থেকে নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়ে বিআরটিএ এর ম্যাজিস্ট্রেটের সাহায্যে মোবাইল কোট বসানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ-উল- হাসান।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031