ঢাকা : জিম্মি করেছিল দুই জিম্মিকারী ফ্রান্সের রোউয়েন শহরের একটি চার্চে চার থেকে ছয় জনকে। পরে ওই জিম্মিকারীদের মৃত অবস্থায় পাওয়া গেছে। একজন জিম্মিও এই ঘটনায় নিহত হয়েছে। তবে স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ফ্রান্সের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। দেশটির রোউয়েন শহরের সেইন্ট-এটিয়েন-ডু-রোভরে চার্চের একজন যাজক, দুজন নান ও চার্চে যাওয়া কয়েকজনকে জিম্মি করে জিম্মিকারীরা। সব মিলিয়ে জিম্মির সংখ্যা ছিল চার থেকে ছয় জন। ফ্রান্স ৩ টেলিভিশন জানিয়েছে, এসময় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং গোটা এলাকাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই এলাকা এড়িয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে। ফ্রেঞ্চ টিভি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভ ঘটনাস্থলের পথে রয়েছেন। এই ঘটনার আরও বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |