ঢাকা : কল্যাণপুরে নিহত নয় ‘জঙ্গির’ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে । আজ মঙ্গলবার বিকালে ছয়টি অ্যাম্বুলেন্সযোগে লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়।
বিকাল চারটার সময়ে কল্যাণপুরের জাহাজ বিল্ডিং থেকে ছয়টি অ্যাম্বুলেন্সযোগে লাশগুলো নিয়ে রওনা হয় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়ার পরে ওই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করবে মিরপুর থানা পুলিশ। পরে ময়না তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
গত মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর কল্যাণপুরের পাঁচ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়ির ষষ্ঠ তলা ভবনে অভিযান চালানোর সময়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে । আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময়ে পুলিশ জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান জানায়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পন না করে পুলিশকে গালিগালাজ করতে থাকে। পরে পুলিশ, র্যাব, সোয়াত, দমকল বাহিনী, বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা অপরেশন স্ট্রম টোয়েন্টি সিক্স চালায়। এতে নয় জঙ্গি নিহত হয়। আহত হন হাসান নামের অপর এক জঙ্গি। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।