চট্টগ্রাম : প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়জঙ্গি দমনে আওয়ামী লীগ সরকারের সফলতার চিত্র তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন । মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টায় জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম-ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আরও একটি জঙ্গি আস্তানা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে প্রায় প্রতি মাসেই এমন আস্তানাগুলো ধরছে। … শুধু ওই হলি আর্টিজান বেকারির আক্রমণকারী, যাদের আমরা সময়মত আটকাতে পারিনি।’
ফেসবুকে দেয়া জয়ের স্ট্যাটাস
প্রসঙ্গত, সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কল্যাণপুরের ৫ নম্বর সড়কের এক ভবনে অভিযান চালায়। কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ওই ভবনে ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই যৌথ অভিযানে গোলাগুলিতে নয় ‘জঙ্গি’ নিহত হয়। পুলিশের সঙ্গে এ অভিযানে অংশ নেয় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল।
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031