মানিকগঞ্জের শিবালয়ের আরিচা পুরাতন ফেরি ট্রাক টার্মিনাল এলাকা থেকে ৪১০টি ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে র্যাব-৪ সিপিসি-২ সাভার কোম্পানি কমান্ডার এএসপি জমির উদ্দিন আহম্মদের নেতৃত্বে কোরবান আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক কারবারি পাবনার বেড়া উপজেলার আটঘড়িয়া গ্রামের জনৈক আ. ছাত্তার মোল্লার পুত্র।
তার বিরুদ্ধে শিবালয় থানায় মাদক মামলার প্রক্রিয়া চলছে।