সাইফ পাওয়ার টেক লিমিটেড নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা জামে মসজিদে গ্যাস বিস্ফোরণ ঘটনায় নিহত আবুল বাসার মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছে । সাংসারিক খরচ মেটানো এবং সন্তানদের শিক্ষা কার্যক্রম নির্বিঘেœ পরিচালনার জন্য পরবর্তী দুই বছরের জন্য মৃত আবুল বাসারের স্ত্রী তাজিয়া বেগমকে মাসিক ২৫ হাজার টাকা অনুদান হিসেবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া হবে। রাজধানীর মহাখালীতে সাইফ পাওয়ার টেকের খাজা টাওয়ার সেলস অফিসে চেক হস্তান্তর অনুষ্ঠানে তাজিয়া বেগমকে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সব সদস্য আবুল বাসারের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অসহায় এই পরিবারটির সাংসারিক খরচ মেটানো এবং তার পাঁচ সন্তানের শিক্ষা কার্যক্রম নির্বিঘেœ পরিচালনার জন্য আগামী দুই বছর প্রতি মাসে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তাজিয়া বেগমের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে। সহায়তার অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মেজর (অব.) সিরাজুস সালেকীন, গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাসান রেজা, গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারির হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. হেলাল উদ্দিন শিকদার ও এজিএম নাজমুল করীম। প্রতিষ্ঠানটির আর্থিক সহায়তা পেয়ে খুশি নিহত আবুল বাসারের স্ত্রী তাজিয়া বেগম।
প্রসঙ্গত গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়মিত অংশ নিচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। মহামারি করোনার সময়ও প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে সহায়তার হাত বাড়িয়ে। ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডিার ও বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা মোকাবেলায় ব্যবহ্নত সরঞ্জামাদি বিতরণ করেছে।