চট্টগ্রাম :  সিএমপিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী কমিশনার ও পরিদর্শক পদে ব্যাপক রদবদল করা হয়েছে। এই তালিকায় ৮ জন সহকারী কমিশনারকে বিভিন্ন পদে পদায়নের পাশাপাশি ৫ জন পরিদর্শককেও পাদায়ন করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পাঁচলাইশ জোনের এসি করা হয়েছে গোয়েন্দা পুলিশের এসি (পিআর)জাহাঙ্গীর আলমকে। সোমবার বিকেলে সিএমপি কমিশনার ইকবাল বাহার এ আদেশ দিয়ে বলেছেন, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পিআর ও আইটি) জাহাঙ্গীর আলম বাংলামেইলকে বিষয়টি জানিয়েছেন।  সূত্রমতে, সদ্য পদোন্নতিপ্রাপ্ত কয়েকজন এসিসহ মোট ৮ জন সহকারী কমিশনারকে সিএমপির বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এরমধ্যে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পিআর ও আইটি) জাহাঙ্গীর আলমকে পাঁচলাইশ জোনের এসি হিসেবে পদায়ন করা হয়েছে। ওই পদে থাকা এসি আসিফ মহিউদ্দিন বর্তমানে ট্রেনিংয়ের জন্য ঢা্কা্য় রয়েছেন।এছাড়া ট্রাফিক পরিদর্শক থেকে পদোন্নতিপ্রাপ্ত আজিজুর রহমান বাদলকে এসি ট্রাফিক উত্তর, মোশারফ হোসেনকে এসি ট্রাফিক বন্দর পদে পদায়ন করা হয়েছে।সিটি এসবির পরদর্শক থেকে পদোন্নতি পেয়ে সহকারী কমিশনার হওয়া নুরুল আফছার ভূইয়াকে এসি প্রটেকশন অ্যান্ড প্রটোকল পদে, কামরুল হাসানকে এসি সরবরাহ পদে পদায়ন করা হয়েছে। এসি ট্রাফিক (উত্তর) পদের দায়িত্বে থাকা পরিত্রাণ তালুকদারকে এসি পিওএম পদে। এসি পিওএম পদে থাকা কাজী সাহাবুদ্দীন আহমেদকে এসি প্রসিকিউশন পদে পদায়ন করা হয়েছে। ডিবির সহকারী কমিশনার (পশ্চিম) পদে থাকা কীর্তিমান চাকমাকে সেখান থেকে সরিয়ে এসি হিসাব শাখায় বসানো হয়েছে। আর উপ পরিদর্শক থেকে পরিদর্শক পদে সিএমপির ৬ পুলিশ কর্মকর্তার মধ্যে সন্তোষ চাকমা ঢাকা সিআইডিতে যোগ দিলেও অন্য পাঁচজনকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এরমধ্যে রাশেদুল হককে ডিবি উত্তর, কবীর হোসেনকে সিটি এসবি, ওয়ালি উদ্দিন আকবরকে ডিবি বন্দর, ফেরদৌস জাহানকে সিটি এসবি এবং মো. আলমগীরকে ডিবি উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031