১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে। গাজীপুরের পুবাইল এলাকায় গত শুক্রবার মধ্যরাতে পুবাইলের মাঝুখান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটকরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ফকির মার্কেট এলাকার আবু হানিফ ও মাদারীপুর জেলার কালকিনি থানার হেনায়েত নগর গ্রামের শাহ আলম।
পুবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক জামিল উদ্দিন রাসেদ বলেন, নির্যাতিতা কিশোরী একটি টেইলার্সের দোকানে কাজ করতেন। রাতে বাড়ির মালিক সেলিনা আক্তার তাকে কৌশলে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। এক পর্যায়ে হানিফ ও শাহ আলম ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করে। পরে আরো দুই ব্যক্তির কাছে নির্যাতনের শিকার হন এই কিশোরী। স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া বলেন, পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।