ঢাকা : আজ মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশের ডাক দিয়েছেন রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এই সমাবেশের ডাক দেন।
আজ বাদ মাগরিব এ সমাবেশ অনুষ্ঠিত হবে।এতে অংশ নিতে তিনি স্থানীয় বাড়িওয়ালাসহ ওই এলাকার সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সকাল দশটার দিকে ঘটনাস্থলে পরিদর্শন করেন আসলামুল হক। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ধরণের ঘটনা অনাকাঙ্খিত।তিনি বাড়িওয়ালাদেরকে বাসা ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়া সম্পর্কে সার্বিক বিষয় খোঁজখবর নেয়া এবং থানা থেকে দেয়া নির্ধারিত ফরম পূরণ করে থানায় জমা দেয়ার আহবান জানান।তিনি বলেন, এসব বিষয়ে সবাইকে সচেতন করার জন্যই এই সুধী সমাবেশের ডাক দেয়া হয়েছে।
জাহাজ বিল্ডিংয়ের বাড়িওয়ালার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে তার কথা হয়নি। কোথায় আছেন তা পুলিশ ভালো বলতে পারবে।তারা আপনাদের জানাবে।