ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো নৌপথে পণ্য রপ্তানি হয়েছে । বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রথম নৌপথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হলো। শনিবার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া বন্দরে পরীক্ষামূলকভাবে পৌঁছেছে সিমেন্টবাহী একটি কার্গো ট্রলার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ১০ টন সিমেন্ট নিয়ে সোনামুড়া বন্দরে পৌঁছে ট্রলারটি। এভাবেই গোমতী নদীপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।
দিনটিকে বাংলাদেশ ও ভারতের জন্য ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ-ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সাধারণত দু’দেশের মধ্যে ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি করা হয়। নৌপথ চালু হলে তা হবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।
করোনা মহামারিতেও দু’দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি