আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ছুঁই ছুঁই। ইতিমধ্যে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

আজ দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ৩৯ দশমিক ৪০ বিলিয়ন বা ৩ হাজার ৯৪০ কোটি ডলার দাঁড়ায়। বাংলাদেশি মুদ্রায় (ডলার ৮৪ টাকা ধরে) এর পরিমাণ ৩ লাখ ৩১ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ২৭ দিনে ১৭২ কোটি ৫৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, গত বছরের আগস্টের চেয়ে ২৮ কোটি ১১ লাখ ডলারের বেশি।

এর আগে চলতি বছরের জুলাইয়ে প্রবাসীরা একক মাস হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যার পরিমাণ ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। তার আগের রেকর্ড ছিল চলতি বছরের জুনে- ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরে এই রিজার্ভ দিয়ে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

গত অর্থবছর রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বাড়তে থাকে। চলতি অর্থবছরও এই প্রণোদনা বহাল আছে।

গত ২০১৯-২০ অর্থবছরে দেশে মোট ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে আসে। এর আগের ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031