চট্টগ্রাম : বাকলিয়া থানা পুলিশ নগরীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হলেন- বিন আজিজ প্রকাশ আদর(২৪), মোঃ আরিফুল ইসলাম(২৪), ,ফখরুল আবেদীন (২৬),সুলতান মোহাম্মদ খাঁন প্রকাশ বিদ্যুৎ(২৯)। গতকাল রোববার দিবাগত রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা ও পাঁচলাইশ থানার মোমিনবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আদর ও আরিফুলের বাড়ি কক্সবাজার জেলায়।আদর কক্সবাজার জেলার সদর থানার ঈদগাঁহ মাইজপাড়ার আজিজুল হকের ছেলে।সে বর্তমানে নগরীর হালিশহর হাউজিং সোসাইটির ১ নং রোড় এলাকায় বসবাস করে।আর আরিফুল চকরিয়ার হারবাং গ্রামের নুরুল আমিনের ছেলে।
গ্রেফতারকৃত অপরজন ফখরুল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পূর্ব পালেগ্রাম সিকান্দর মির্জার বাড়ীর মো. তৈয়ব এর ছেলে। সে বর্তমানে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকার জানে আলম ম্যানসনে বসবাস করে।বিদ্যুতের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল মনসুর সিটিজি নিউজকে জানান, গতকাল রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা ১নং গেইট থেকে সন্দেহজনক গতিবিধির কারণে বিন আজিজ প্রকাশ আদরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য বলে স্বীকার করে।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে হিযবুত তাহরীর ৫০টি প্রচারপত্র, ৬০টি প্রেস বিজ্ঞপ্তি, ১০টি বায়োডাটা ফরম এবং ০৫টি সাংগঠনিক বই পাওয়া যায়। এই ব্যাপারে পাঁচলাইশ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।