ঢাকা : ফুটবলপ্রেমীরা প্রিমিয়ার ফুটবল লিগে যেন ড্রয়ের হিড়িক দেখছে । সোমবার দিনের প্রথম ম্যাচটি ড্র দিয়ে শেষ হওয়ার পর চট্রগ্রাম ও ঢাকা আবাহনীর ম্যাচটিও ১-১ গোলে ড্র হল।
ফুটবল সারথিদের ধারণা ছিল আবাহনী ডার্বি বেশ জমবে। কিন্তু তা আর হল কোথায়। তাইতো ভক্তদের প্রশ্ন জয়ের মুখ কারো ভাগ্যেই কী নেই?
এদিন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টান টান উত্তেজনায় ম্যাচের প্রথমার্ধে লিড নেয় ঢাকা আবাহনী। ১৫ মিনিটে মামুন মিয়ার ক্রস থেকে দলকে এগিয়ে দেন ঢাকা আবাহনীর সানডে চিজুবা।
বিরতির পর লিড রক্ষা করতে পারেনি অতিথিরা। ম্যাচের ৭৭ মিনিটে রুবেল মিয়ার গোলে সমতায় ফিরে স্বাগতিক শিবির। মামুনুল ইসলামের চমৎকার কর্নার কিক থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান এই উইঙ্গার।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই আবাহনীকে। এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল দু’ দলকে।