ঢাকা : সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইলে অভিযান চালিয়ে ২৭ শিশু শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ, যেখানে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগরকে হত্যার অভিযোগ উঠেছে।
তিনি জানান, একই সীমানা প্রাচীরের মধ্যে জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেড ছাড়াও এখলাস স্পিনিং মিলস লিমিটেড ও আজহারুল স্পিনিং মিলস লিমিটেড নামে আরও দুটি কারখানা আছে। দুপুরে অভিযান চালিয়ে ২৭ শিশু শ্রমিককে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই তিন কারখানায় প্রায় সাড়ে চার হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে ১২শর মতো শিশু শ্রমিক। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান জাকারিয়া।
গতকাল দুপুরে জোবেদা টেক্সটাইলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মণকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা রতন বর্মণ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- কারখানার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা, উৎপাদন ব্যবস্থাপক হারুন অর রশিদ, জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আজাহার ইমাম সোহেল ও সহকারী উৎপাদন কর্মকর্তা রাশেদুল ইসলাম। পরে রবিবার রাতেই যাত্রামুড়া এলাকা থেকে নাজমুলকে আটক করে পুলিশ।