ঢাকা : আত্মঘাতী হামলা হয়েছে আবারও জার্মানিতে । তবে এবার এ হামলায় কেউ নিহত হন নি। হামলার পর পরই হামলাকারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অনলাইন স্কাই নিউজ বলেছে, জার্মানির আনসবাচ শহরে একটি ওয়াইন বারের বাইরে হামলাকারী বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। হামলাকারীর বয়স ২৭ বছর। গোয়েন্দারা সন্দেহ করছেন যে, এই হামলাকারী সিরিয়ার নাগরিক। জার্মানিতে সে আশ্রয় চেয়েছিল। কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান করে জার্মানি। সিরিয়ার অবস্থা বিবেচনা করে তাকে দেশে ফেরতও পাঠানো হয় নি। তাকে জার্মানিতে থাকতে দেয়ার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ওদিকে রোববার আরেক সিরিয়ান নাগরিক কুপিয়ে হত্যা করেছে এক নারীকে। নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা বলছেন, একটি গান উৎসবে যোগ দিয়েছিল কয়েক হাজার মানুষ। সেখানে গিয়েছিল সর্বশেষ হামলাকারী। এর কাছেই ওই ওয়াইন বারের সামনে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটনায়। সে তার পিঠে করে যে ব্যাগ বহন করেছিল তাতেই ছিল ওই বিস্ফোরক। বাভারিয়ার একজন পদস্থ সরকারি কর্মকর্তা বলেছেন, এ বিস্ফোরক দিয়ে সে অনেক মানুষকে হত্যা ও আহত করতে পারতো। এর ভিতর ছিল বিস্ফোরক পদার্থ ও ধাতব যন্ত্রাংশ। বিস্ফোরণে আহতদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয় নি। ওদিকে গানের ওই উৎসব এখন বাতিল করা হয়েছে। সেখানে সমবেত কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ ও উদ্ধার কর্মীরা ব্যাপকভাবে অনুসন্ধান শুরু করেছে। ঘটনাস্থলে তলব করা হয়েছে একটি হেলিকপ্টার। এর আগে রোববার সিরিয়ার একজন শরণার্থী জার্মানির রুটলিঙ্গেনে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে। আহত করেছে দু’জনকে। এ হামলাকারীর বয়স মাত্র ২১ বছর। সে একাই এ হামলা চালিয়েছিল। গত শুক্রবার মিউনিখে একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয়েছে ৯ জনকে। এ হামলা চালায় ১৮ বছর বয়সী এক কিশোর। পরে সে আত্মহত্যা করে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |