ঢাকা : নিহত হয়েছেন পাকিস্তানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের প্রধান ও ‘কুখ্যাত জঙ্গি’ মঙ্গল বাগ । রবিবার আফগানিস্তানের নানগরহার প্রদেশে এক মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন বলে পাকিস্তানিভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়।
পাকিস্তান সরকার এর আগে মঙ্গল বাগের মস্তকের মূল্য দুই কোটি রুপি ঘোষণা করেছিল।
প্রতিবেদনটিতে বলা হয়, ২২ জুলাই প্রদেশের খোদি খোলা এলাকায় ড্রোন হামলায় গুরুতর আহত হন মঙ্গল বাগ। রবিবার তিনি মারা যান।
আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ ও তালেবান সূত্র মঙ্গল বাগের নিহতের খবরটি নিশ্চিত করেছে। তবে লস্কর-ই-ইসলাম মঙ্গল বাগের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।
পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত খাইবার এজেন্সি এলাকায় নিরাপত্তা বাহিনীদের ওপর প্রায়ই হামলা চালাত এই জঙ্গি সংগঠনটি।