বিশ্বম্ভরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই রাসেলের (২৫) ছুরিকাঘাতে বড় ভাই দুলাল মিয়া (৩০) নিহত হয়েছে সুনামগঞ্জের ।এ ঘটনায় ঘাতক ছোট ভাই রাসেল মিয়াকে (২৩) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে কারেন্টের বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে উপজেলার কারেন্টের বাজার এলাকায় বড় ভাই দুলাল ও ছোট ভাই রাসেলের মধ্যে পারিবারি কলহ চলছিল। শনিবার দুপুর ১২টার দিকে বড় ভাই দুলালের বসত ঘরের সামনে ছোট ভাই রাসেল একটি টয়লেট স্থাপন করতে চাইলে এতে বাধা দেন বড় ভাই দুলাল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রাসেল ছুরি দিয়ে বড় ভাই দুলালের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বড় ভাই দুলাল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘাতক ছোট ভাই রাসেলকে আটক করেছে পুলিশ। নিহত বড় ভাইয়ের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাঠানো হয়েছে।