দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় । এরা হলেন- রাহাত শিকদার ও আরেকজনের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাতের মৃত্যু হয়। আর অপর যুবককে পিরজঙ্গি মাজারের কাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রাহাত নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত রাহাতের মা রোজিনা বেগম জানায়, গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে রাহাত ঘর থেকে বের হয়। পরে সায়েদাবাদ জনপথ মোড়ে একটি বটগাছে উঠে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে নয়টার দিকে তার মৃতুৗ হয়।
জানা গেছে, পরিবারে উপার্জনের জন্য মৃত রাহাত শিকদার মাইক্রোবাস চালানো শিখেছে। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। সে তার পরিবারের সাথে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় বসবাব করত। রাহাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বন্যাঘড় মুন্সীবাড়ির আবু তাহেরের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাহাতের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে। তার লাশ ময়না তদন্ত ছাড়াই নেওয়ার চেষ্টা করছে রাহাতের পরিবার।
রাজধানীর মতিঝিল এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানার উপপরিদর্শক ওবায়েদুর রহমান ঢাকাটাইমসকে বলেন, আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পিরজঙ্গি মাজারের কিছু দূরে ফুটপাত থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দুপুর ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরণে থ্রিকোয়ার্টার প্যান্ট। বয়স আনুমানিক ১৮ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন নাম পরিচয় জানা যায়নি।