ঢাকা : বলিউডে তারই সহ-অভিনেতা নাসিরুদ্দিন শাহ রাজেশ খান্নাকে ‘নিন্মমানের অভিনেতা’ বলে ক্ষমা চাইলেন ।
সম্প্রতি এক সাক্ষাত্কারে টুইঙ্কলের বাবা অভিনেতা রাজেশ খান্নাকে অত্যন্ত নিম্নমানের অভিনেতা বলে আক্রমণ করেন বলিউডে তারই সহ-অভিনেতা নাসিরউদ্দিন শাহ।
তিনি দাবি করেছেন, সত্তর দশকের বলিউড বা হিন্দি ছবিগুলো মধ্যমানের। সেই সময়ই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন রাজেশ খান্না। তাই খুব সহজেই সাফল্য পেয়ে যান রাজেশ। নাসিরউদ্দিনের দাবি, রাজেশ খান্না বাস্তবে একজন অত্যন্ত নিম্নমানের অভিনেতা ছিলেন, তার অনেক সীমাবদ্ধতাও ছিল।
প্রবীণ অভিনেতা নাসিরের এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন রাজেশের বড় মেয়ে টুইঙ্কল খান্না।
শনিবার রাতে টুইটারে তিনি নাসিরুদ্দিনের উদ্দেশে লেখেন, ‘জীবিতকে যদি সম্মান না করতে পারেন, মৃতকে অন্তত করুন। যে মানুষটা আর সাড়া দেবে না, তাকে আক্রমণ করাটাই মধ্য মেধার পরিচয়।’
টুইঙ্কলের পাশে দাঁড়ান বলিউড পরিচালক করণ জোহরও। টুইটারে তিনি বলেন, ‘আমি তোমার সঙ্গে একমত টুইঙ্কল। বড়দের সম্মান করেই বলছি, এটা খুব বাজে রুচির পরিচয়।’
বিষয়টি নিয়ে বিতর্ক আর বাড়তে না দিয়ে গত রোববারই ক্ষমা চেয়ে নেন নাসিরুদ্দিন শাহ। ‘আমার মন্তব্যের জন্য যাঁরা আঘাত পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি। রাজেশ খান্নাকে ছোট করার কোনও উদ্দেশ্য ছিল না আমার।’