ঢাকা : ৫১ রানে হেরেছে সাসেক্স শার্কস রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে রবিবারের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গ্লাস্টারশায়ারের বিপক্ষে। কাঁধের ইনজুরির কারণে সাসেক্সের হয়ে এই ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এদিন শেলটেনহামের কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে সাসেক্স।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন ওপেনার মাইকেল কলিঙ্গার। ৪৩ রান করে অপরাজিত থাকেন টম স্মিথ। সাসেক্সের পক্ষে ক্রিস জর্ডান ৩টি, উইল বিয়ার ২টি, ড্যানি ব্রিগস ১টি, আজমল শাহজাদ ১টি ও জোফরা আর্চার ১টি করে উইকেট নেন।
পরে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করতে সমর্থ হয় সাসেক্স। দলের পক্ষে ৮৭ রান করে অপরাজিত থাকেন হ্যারি ফিঞ্চ। গ্লাস্টারশায়ারের পক্ষে টম স্মিথ ৪টি, বেনি হাওয়েল ২টি, ম্যাট টেইলর ২টি ও ক্রেইগ মাইলস ১টি করে উইকেট নেন।
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে সাসেক্স। সাউথ গ্রুপে পয়েন্ট টেবিলে এখন সবার নীচে রয়েছে তারা। গ্রুপ পর্বে সাসেক্স আর তিনটি ম্যাচ খেলতে পারবে। কোয়ার্টার ফাইনালে এই গ্রুপ থেকে সেরা চারটি দল কোয়ার্টার ফাইনালে অংশ নিবে।