দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাস্থ্য খাতের সব ধরনের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে বৃহস্পতিবার চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি টিম গঠন করেছে। সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক মো. নূরুল হুদা, সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, মাস্ক বা পিপিই অতীব গুরুত্বপূর্ণ সামগ্রী। যা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। তাই এসব অভিযোগেরও প্রকৃত সত্য বের করতে এই টিম কাজ করবে। অনুসন্ধানে স্বাস্থ্য খাতের দুর্বিষহ চেহারাটাও বেরিয়ে আসবে বলে তিনি জানান।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, অনুসন্ধান শেষে তারা এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করবে।