৩৫০টি ইয়াবাসহ আনিসুর রহমান নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে । বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আনিসুর রহমান উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের বাসিন্দা। তিনি বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, গোপন সংবাদে টাঙ্গাইল গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর কবির ও উপ-পরিদর্শক (এএসআই) কমল সরকারের নেতৃত্বে ওই বাসায় অভিযান চালায়। এসময় ৩৫০টি ইয়াবাসহ আনিসকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।