এক কিশোরীকে (১৬) ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ফরিদপুরের বোয়ালমারীতে । থানা পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সৈয়দ সিরাজ আলীর ছেলে সৈয়দ তুরান আলী পার্শ্ববর্তী ধুলজোড়া গ্রামের এক তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তরুণীর নিকট চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় ধর্ষণের ভিডিওটি ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেয় ধর্ষক তুরান। বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবার বুধবার রাতে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘তুরানকে রাতেই অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির অধিকতর তদন্ত করে এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আসামিকে ফরিদপুর কোর্টে চালান করা হয়েছে।