চট্টগ্রাম : ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় দারোগার হাট এলাকায় অনুমোদিত ওজনের অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে ১৬ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ।
রবিবার (২৪ জুলাই) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৭০ টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করা হয়।এসময় দেখা যায় ৬৩ টি গাড়ি অনুমোদিত ওজনের তুলনায় ৪ থেকে ১২ টন পর্যন্ত অতিরিক্ত পন্য পরিবহন করছে।
উল্লেখ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে।অতিরিক্ত পণ্য বোঝাই থাকার কারনে প্রায়শই চালকেরা গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন এবং অতিরিক্ত পন্য পরিবহনের কারনে সড়কের ক্ষতি হচ্ছে।জানমাল এবং সড়কের সুরক্ষার স্বার্থে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেয়।
অভিযানে মোটর যান অধ্যাদেশ -১৯৮৩ আইনে ১৬ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোটরযান অধ্যাদেশ -১৯৮৩ এর ১৫৪ ধারায় ৪৭ টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |