আপনাকেই আমরা খুঁজছি। আপনার কাজ করতে ইচ্ছা হয় অথচ ঘরে বসে আছেন। আপনিই হয়ে যেতে পারেন মানবজমিনের ভিডিও রিপোর্টার। খবর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একটি স্মার্ট ফোনই যথেষ্ট। তবে ভিডিও এডিটিং জানা থাকলে ভাল। আজই দরখাস্ত করুন। সঙ্গে নমুনা হিসেবে খবরের একটি ভিডিও ক্লিপ পাঠান।