শ্রমিকদের প্রাপ্য মজুরি না মিটিয়েই ‘শান্তা’ নামের একটি গার্মেন্টস বন্ধ করে দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা রাজধানীর উওরা এলাকায় ।
আজ মঙ্গলবার সকাল থেকে ওই গার্মেন্টসের শ্রমিকরা উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন।
শ্রমিকরা
জানান, ‘লেবার আইন’ অনুযায়ী শ্রমিকরা যে পাওনাটা পাওয়ার কথা। মালিক তা
পরিশোধ না করেই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে।আমরা এই সময়ে কোথায় কাজ
পাবো। কি খাবো। এমনিতে নানা সংকটে দিন পার করছি। এখন আমাদের পাপ্য টাকা
পয়সা না দিলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই পাওনা টাকা আদায়ের
দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন বলেন, এই গার্মেন্টসে ১৭০০ শ্রমিক কাজ করেন। এই গার্মেন্টসের মালিক আর গার্মেন্টস চালাতে পারবেন না বলে বন্ধ ঘোষণা করেছেন। লেবার-ল অনুযায়ী শ্রমিকরা যে টাকা পায় তা নিয়ে বর্তমানে মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে কথা হচ্ছে।