ঢাকা : চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ (ডিবি) অবৈধভাবে বায়োমেট্রিকে (আঙুলের ছাপ) নিবন্ধিত লক্ষাধিক সিমকার্ডসহ সাতজনকে আটক করেছে ।
রবিবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন জানান, চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে এই সিমগুলো উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম ও আটক ব্যক্তিদের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
এর আগে গত ৩০ জুন ময়মনসিংহে দুই হাজার ৫৩১টি সিম, একটি বায়োমেট্রিক নিবন্ধন যন্ত্র এবং ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জামসহ তিনজনকে আটক করে পুলিশ।