এক দিনে ১৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে । সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকার আগারগাওয়ের ন্যাশনাল ল্যাবে পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭, সুনামগঞ্জে ৯২, মৌলভীবাজারে ১৩ ও হবিগঞ্জে ১৩ জন রোগী শনাক্ত হন। এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩০৮ জন।
সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানীর ল্যাবে শনিবার মোট ১৮১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা।
এদিকে- দুটি ল্যাবের রিপোর্ট হিসেবে সুনামগঞ্জে একদিনে ৯২ জন রোগী শনাক্ত হন।

এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ল্যাব থেকে ৬১ জন এবং ঢাকা থেকে আরো ৩১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। শনিবার ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে মৌলভীবাজার জেলায় নতুন করে ১৩ জন ও হবিগঞ্জে ১৩ জন রোগী শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য আছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031