ঢাকা : সেই সার্জেণ্টকে অবশেষে প্রত্যাহার করে নেয়া হলো।তাঁর নাম মেহেদী ইউসুফ।গত শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় গাড়ি চালককে বেধড়ক পেটানোর পর এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে প্রত্যাহার করে নেয়।
শনিবার বিকালে ধানমন্ডি ৭/এ সড়কে গাড়ি চালককে মারধরের ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডিতে কেএফসির সামনে পার্কিং করা একটি গাড়ির চালকের কাছে কাগজ চাইলে তা নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় ওই সার্জেন্ট চালক ইউসুফ ফরাজীকে বেধড়ক পেটায়।
মারধরের ওই দৃশ্য শনিবার রাতেই ফেইসবুকে ভাইরাল হয়ে যায়।
সার্জেন্ট মেহেদী দাবি করেছেন, “যেভাবে ভিডিওটি এসেছে তা আংশিক। গাড়ির কাগজপত্র চাইলে প্রথমে সে না দিয়ে চলে যেতে চায়। পরে কাগজ দিলেও পুলিশ সম্পর্কে বাজে কথা বলে। তাছাড়া কাগজপত্র নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে গেলে সে টেনে ধরে। এরপরেই তাকে ধরে থাপ্পর দেই। এ সময় সে আমাকে ঘুষি দেয়।”
ভিডিওতে দেখা গেছে, সার্জেন্ট মেহেদী মারধরের এক পর্যায়ে চালককে মাটিতে ফেলে বুট দিয়ে লাথি মারছেন। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে ওই সার্জেন্টকে ঘিরে ধরেন।
এ বিষয়ে মেহেদী বলেন, “তাকে (চালককে) আটক করতে ওই কৌশল নেওয়া হয়েছে। তবে পরে চালক এবং গাড়ি ধানমন্ডি থানায় দেওয়া হয়।”
এ ঘটনায় সার্জেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান বলেন, “ট্রাফিক সার্জেন্টকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সার্জেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”